জানুয়ারী-জুন ২০২৩ সেশনের পরীক্ষার্থীর কিছু অংশ ক্লাস রুম ব্যবহারিক পরীক্ষার আগে পরীক্ষার প্রস্তুতি চলছে।

সভাপতির বাণী

অনেকের ইচ্ছে কম্পিউটার নিয়ে ভালো কিছু করার এ জন্য অনেকে কোর্স করে কিন্তু ভালো কিছু শিখতে বা করতে পারে না। যারা কোর্স করবেন অথবা শুরু করছেন তাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পর্কে খুটিনাটি বিষয় গুলো জানতে হবে তা না হলে পরবর্তীতে ভালো কিছু নাও করতে পারেন। কেননা শুধু ট্রেইনারের উপর ভরসা রাখলে হবে না নিজেকেও সেভাবে প্রস্তুত করতে হবে।

কম্পিউটার শিক্ষার গুরুত্ব

বর্তমানে বিদেশ ভ্রমণে কথোপকথনের অন্যতম মাধ্যম ইংরেজি ভাষা। এটি আন্তর্জাতিক ভাষা। আর কম্পিউটারকে বলা হয় আধুনিক সভ্যতার চাবিকাঠি। এর ভাষাও ইংরেজি। এ জন্য ইংরেজি ও কম্পিউটারের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। চাকরির বাজারেও রয়েছে এ দুটোর ব্যাপক চহিদা। সুতরাং ইংরেজি ও কম্পিউটার শিক্ষায় রয়েছে আপনার ক্যারিয়ারে সফলতার উজ্জ্বল হাতছানি। আর সবচেয়ে বড় বিষয় হলো কম্পিউটার এমন একটা প্লাটফর্ম যেখানে পৃথিবীর সকল পেশার মানুষকে আসতেই হবে।

কম্পিউটার প্রশিক্ষণ কেন করবেন

যেখানে কম্পিউটার প্রয়োজন নাই সেখানেও কম্পিউটার পরিচালনার দক্ষতা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। তাই যদি আপনি কম্পিউটার বিষয়ে এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে শুরুতে কোর্স করা জরুরী কেননা বেসিক ধারণা নিয়ে এখনকার সময় কিছুই করা যায় না। আর নিজে নিজে শিখতে গেলে প্রচুর সময় লেগে যাবে তাও অনেক বিষয় গুলি নাও জানতে পারেন। আর কোর্স করলে ট্রেইনারের কাছ থেকে অনেক বিষয় গুলো জানতে পারবেন এছারাও যে কোনো প্রশ্ন তাকে করতে পারবেন আর সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। তাই বলছি অবহেলা না করে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স অবশ্যই ভালো কোন ট্রেনিং সেন্টার থেকে করে নিবেন।

পরিশেষে হাইব্রিড কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের সফলতা  নিশ্চিত হোক এই কামনা করেই শেষ করছি।


আব্দুল ওয়াহাব
সভাপতি

হাইব্রিড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, চাটমোহর, পাবনা।

অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণের জন্য নিচের বাটনে ক্লিক করুন

অনলাইন রেজিস্ট্রেশন

অনলাইন রেজিস্ট্রেশন
  • জানুয়ারী-জুন সেশন
  • জুলাই-ডিসেম্বর সেশন
  • জানুয়ারী-মার্চ এবং এপ্রিল-জুন সেশন
  • জুলাই-সেপ্টে এবং অক্টো-ডিসে সেশন

আন্তর্জাতিক জব সার্চ

আন্তর্জাতিক জব সার্চ
Video Gallery Title Bangla Text Write test here

সভাপতি

আব্দুল ওয়াহাব

বিস্তারিত

প্রতিষ্ঠাতা পরিচালক

আব্দুল হাই

বিস্তারিত

প্রধান শিক্ষক

আব্দুল হাই

বিস্তারিত

সহকারি শিক্ষক

মোঃ শাকিল খান

বিস্তারিত

সহকারি শিক্ষক

আনোয়ারা খাতুন

বিস্তারিত